Wellcome to National Portal
আইন ও বিচার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

বিচার শাখা-২

বিচার শাখা-২ এর কার্যাবলীঃ

১)      দেওয়ানী ও দায়রা আদালত/ম্যাজিষ্ট্রেসী/ট্রাইব্যুনাল, ইত্যাদির জন্য থোক বরাদ্দ হতে চাহিদা অনুযায়ী অর্থ ছাড়করণ;

২)      সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তা/কর্মচারীগণের বেতন ভাতাদিসহ বিভিন্ন খাতে চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ ও হিসাব সংরক্ষণ;

৩)      সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের জন্য যানবাহন ক্রয়, ভাড়া গ্রহণ, ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কার্য;

৪)      বিধি মোতাবেক যানবাহন অকেজো ঘোষণা করা এবং প্রতিস্থাপনের কার্যক্রম গ্রহণ;

৫)      বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এবং অন্যান্য দপ্তরসমূহের কর্মকর্তাগণের বেতন সমতাকরণ, বাড়ী ভাড়া ভাতা ও পোষাকভাতা সংক্রান্ত  কার্যাদি;

৬)      বিভিন্ন আদালত/ট্রাইব্যুনালে কর্মরত নাজিরদের জ্যেষ্ঠতা অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা পদে (দ্বিতীয় শ্রেণী) পদোন্নতি সংক্রান্ত;

৭)      মন্ত্রণালয়ের সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের জন্য স্থান সংকুলানের ব্যবস্থা;

৮)      কর্মকর্তাগণের বাসস্থান নির্মাণ ও সংস্কার এবং প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব প্রক্রিয়াকরণ;

৯)      বিভিন্ন আদালত/ট্রাইব্যুনাল/ম্যাজেষ্ট্রেসীর জমিজমা রক্ষণাবেক্ষন সংক্রান্ত যাবতীয় কাজ;

১০)    বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও কর্মকর্তা, মন্ত্রণালয়ের সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তাগণের অফিস ও বাসস্থানে সরকারি টেলিফোন মঞ্জুরি, ব্যক্তিগত নামে রূপান্তর/স্থানান্তর, ইত্যাদি;

১১)    সংযুক্ত/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের প্রশাসনিক কর্মকর্তাগণের জ্যেষ্ঠতা অনুযায়ী সিলেকশন গ্রেড প্রদান, চাকুরী স্থায়ীকরণ, অবসর প্রস্তুতিমূলক ছুটি মঞ্জুর, অর্জিত ছুটি মঞ্জুর এবং      দক্ষতা-সীমা অতিক্রম সংক্রান্ত বিষয়াদী;

১২)    বিভিন্ন আইনজীবী সমিতি ভবন নির্মাণ ও পুস্তক ক্রয়ের জন্য অনুদান মঞ্জুরী আদেশ জারী;

১৩)    অর্থ বছরের খরচের হিসাব বিবরণী (উদ্বৃত সমর্পণ) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রেরণ, বরাদ্দ বৃদ্ধির চাহিদাপত্র অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ এবং মন্ত্রণালয়ের সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের মাধ্যমে প্রাপ্ত হিসাব সংরক্ষণ;

১৪)    জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের বাজেট প্রাক্কলন প্রস্তুত ও অর্থ মন্ত্রণালয়ে পেশ করা;

১৫)    সংশোধিত বাজেট অর্থ বিভাগে পেশ ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ;

১৬)    অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রয়োজনে অর্থ বিভাগে প্রস্তাব পেশ ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ;

১৭)    বিধি মোতাবেক প্রয়োজনীয় অর্থ উপযোজনের ব্যবস্থা গ্রহণ;

১৮)    অর্থ মঞ্জুরীর বিপরীতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কনের ব্যবস্থা গ্রহণ;

১৯)    জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অনুকূলে অর্থ ছাড়করণ;

২০)    ননট্যাক্স রেভেনিউ প্রাপ্তির হিসাব সংরক্ষণ ও সংকলন;

২১)    মন্ত্রী/প্রতিমন্ত্রী মহোদয়ের  ঐচ্ছিক তহবিলের অর্থ তাদের অভিপ্রায় ও নির্দেশ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানের মঞ্জুরীপত্র জারী;

২২)    কমনওয়েলথ লিগ্যাল এ্যাডভাইজরী সার্ভিস, কমনওয়েলথ ম্যাজিস্ট্রেট এসোসিয়েশন, এশিয়া-আফ্রিকান লিগ্যাল কনসালটেটিভ কমিটি এবং আন্তর্জাতিক আইন বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র, ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য “মঞ্জুরী চাঁদা” প্রভৃতি হিসেবের প্রধান খাতসমূহে অর্থ উপযোজনের ব্যবস্থা গ্রহণ;

২৩)    বৈদেশিক মুদ্রা বরাদ্দের ব্যবস্থা করা এবং অনুন্নয়ন খাতে নতুন ব্যয়ের তফসিল সংযোজন;

২৪)    মন্ত্রণালয়ের প্রশাসনাধীন দপ্তরের অনিস্পত্তিকৃত অডিট আপত্তি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ;

২৫)    সকল প্রকার নিয়োগ, পদোন্নতি, দরপত্র বিজ্ঞপ্তি, চাকুরী বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা বরাবরে প্রেরণ;

২৬)    শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;২৭)    ঊর্ধ্বতন কর্তৃপক্ষ  কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।