কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩১ আগস্ট, ২০১৫ এ ০৫:১১ PM

হিসাব শাখা

হিসাব শাখা এর কার্যাবলীঃ

১)      মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন;

২)      মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীগণের বেতন বিলসহ অন্যান্য যাবতীয় বিল প্রস্তুত এবং পরীক্ষা-নিরীক্ষান্তে প্রধান হিসারক্ষণ কর্মকর্তার দপ্তরে প্রেরণ;

৩)      মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীগণের ছুটির হিসাব সংরক্ষণ;

৪)      মন্ত্রণালয়ের খরচের হিসাব প্রণয়ন, বাজেট অনুযায়ী সমস্ত খরচের হিসাব সংরক্ষণ এবং বাজেট প্রণয়ন কাজে সহায়তা প্রদান;

৫)      মন্ত্রণালয়ের ক্যাশ বহি, দৈনিক লেন-দেনের হিসাব, অগ্রিম রেজিস্ট্রার সংরক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা;

৬)      হিসাব শাখা সম্পর্কিত সকল কাজ কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের  মাধ্যমে সম্পন্ন করা এবং ডাটা বেইজের মাধ্যমে উহার যথাযথ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

৭)      ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন